কবিতা :-চেতনায় চৈতন্য হোক
✍️ মনোজ ভৌমিক


কঠিন আঁধারে নিমজ্জিত এই সসাগরা,
কোথাও শান্তি নেই,চারিদিক বিষে ভরা।
বলছি সবাই আজ, হায়! একি কাল এলো!!
শত রোগে এই দুনিয়াটা কেন ভরে গেল!!!


প্রশ্ন আকাশে নয়,নিজেরেই করো,
সময়ের ক্যানভাসে চোখ মেলে ধরো।
মানুষের অভিরুচি নেই পুরাতন,
খান পান নেই আজ আগের মতন।


ফাস্টফুডে আসক্ত দেখি আজকের সমাজ,
মদের বোতল,সিগারেটে ফ্যাসানের সাজ।
ধোঁয়ায় ভরেছে আকাশ প্রদূষিত হাওয়া,
নিকোটিনে আজ দেখি বড় বেশি চাওয়া।


সবুজে অবুঝ কথা,জলে ছড়িয়েছে বিষ,
সময়ের কালদন্ডে মেলে না আশীষ।
কারখানা ইমারত দেখি উঁচু তালগাছ,
সভ্যতা বলছে হেসে,দেখো মোর সাজ।


ক্যান্সার নামের ব্যাধি দেখা দেয় ধীরে,
নেশাগ্রস্ত মানুষের ইচ্ছামৃত্যু অচিরে।
সমাজ দেখছে সবই,নীরব প্রশাসন,
সরকার মুনাফা লোটে যখনতখন।


শুধুই ক্রসচিহ্ন থাকে প্যাকেটে মলাটে,
বাঁচার ইচ্ছে হলে দূরে থাকো এর হতে। "
চেতনায় চৈতন্য হোক, হোক গণজাগরণ,
সভ্যতার বিষবাস্প ধন, প্রয়োজনে যতন।


আগ্রাসী ভাবনার হেথা হোক অবসান,
বারুদ বিষাণু নয়,গাও মানবতার গান।
দেখবে নির্মূল হবে ক্যান্সার মহামারী,
সতেজতায় ভরবে দেশ,এ বিশ্ব তোমারি।