কবিতাঃ- ছলনাময়ী শাঁকচুন্নী
✍️ মনোজ ভৌমিক


বৈদ্যি পাড়ার  ডোবার ধারে
শ্যাওড়া গাছটি খাসা ,
ওইখানেতে রয়েছে নাকি
শাঁকচুন্নীদের বাসা।


সাঁঝের বেলায় বৈদ্যি বুড়ো
গল্প শোনায় তপায়,
ভর দুপুরে ছাই মেখে সে
মাছ ধরে ঐ ডোবায়।


মামদো ভেবে শাঁকচুন্নীর
মা বসলো এসে পাশে,
প্রেমের গল্প শোনাতে থাকে
একটু মুচকি হেসে।


একটা মাছ দেনা মামদো
প্রেয়সী আমি যে তোর,
যেই না দেওয়া,করলো শোর,
মামদো পুকুর চোর।