কবিতা:- চাঁদুর ব্যাটার গল্প
            মনোজ ভৌমিক


চাঁদুর ব্যাটার গল্পটা এখন সবারে বলি শোনো,
মেরেকেটে প্রায় বছর পাঁচেক বয়স হবে জেনো।
উৎকট তার বুদ্ধি দেখে ভাই বড়ই হাসি পায়,
সাঁঝের বেলায় পড়ার আগে ক'টা ডিগবাজি সে খায়।
বলতে থাকে, "মাথাটা আমার একটু ঝালিয়েই নিই,
মোবাইলের গেমগুলোকে এখন বাইরে যেতে দিই।
নইলে পরে সকল পড়াগুলিকে  কোথায় রাখি বলো?
গেমগুলি যে সদাই মাথার মধ্যে থাকেই এলোমেলো।
খাওয়ার আগে চক্রাসনটা বার পাঁচেক সে করে,
বললে কিছু,হেসে বলে,"খাওয়ার রাখবো কোথায় ওরে?"
এমন কত বিটকেল বুদ্ধি সে আঁটে নিজের ঘটে!
শোয়ার সময় পাছার নীচে নরম বালিশটি সাঁটে।
বলতে থাকে,"গ্যাস গন্ধ যেন যায় না কারুর নাকে,
ঘুমের ভারি ডিস্টার্ব হয়, সবার হাসির ঝোঁকে।"
চাঁদুর ব্যাটার গল্পটা ভাই আজ এখানেই থাক,
আর একটু আগে গেলেই সবাই হবেই কুপোকাৎ।