কবিতাঃ- ছড়ানো ভাতে
✍️ মনোজ ভৌমিক


ভাত ছড়ালে হয় না কাকের অভাব,
কিছু লোকের ভাত ছড়ানোই স্বভাব।


ছড়িয়ে ভাত দেখায়  প্রতিপত্তি,
সৎ ভাবনা নেই মনে একরত্তি।

নিজ মাথায় লাগিয়ে ভীষণ তেল,
দেখাতে থাকে আমিত্বের বড় খেল।


ধর্ম ভাবনা গৌণ তাদের মনে,
আসল কথা ঈশ্বর ভালো জানে।


রাস্তায় কাঁদে কত না অনাথ শিশু,
ভাতের জন্য ঝরায় কত না আশু।


ওদের কথা ভাবে না কেউ এরা,
ভাবতে গেলে বৃথাই সময় হারা।

আদিখ্যেতায় বন্ধুত্ব বড় বেশি,
এরাই এখন সমাজের বড় শশী!


ছড়ানো ভাতে লুটিয়ে খাই এসো,
খাওয়ার পরে একটু না হয় হেসো।