কবিতাঃ- চাওয়া
✍️ মনোজ  ভৌমিক


শিশুটির অবাক চোখ ভ্যাবাচ্যাকা খায়!
দাড়িওয়ালা লাল কোটে কে হাঁটে সন্ধ্যায়!!
প্রসস্ত রাজপথ ছিল বড়ই উন্মাদ!
ফুটপাতে কেন হাঁটে পথ দিয়ে বাদ??
শত জীর্ণ তাবুর মুখে বসে ভাবে শিশু,
ভীষণ খিদের জ্বালায় দুই চোখে আশু।
হঠাৎ তার কাছে এসে দাঁড়ায় সে জন!
ঘাবড়ে অবোধ শিশুর পালাবার পণ।
হাত ধরে বলে তারে,কেঁদো না ও ছেলে,
ঝোলা থেকে বার করে দুটি গিফট দিলে।


ঈষৎ মুচকি হেসে সান্তা চলে যায়
অভুক্ত ওই ছেলে গ্রিফ্ট কামড়ায়!
গিফট চায়না এরা, চায় এক মুঠো ভাত,
এদের শিক্ষার দিকে কে বাড়াবে হাত!
এ দেশের মতো তুমিও বড় উদাসীন!
স্লেজ গাড়ী এখানে চলে কোনোদিন!!
দিতে যদি চাও কিছু, দিও মাপকাঠি,
শৈশবের হিসেবটা একসাথে বাঁটি।
ধনী গরীব ধর্মাধর্ম আর জাতপাত,
পারবে কী করতে শৈশবে নিপাত!


তবেই বুঝবে ওরা মহান এ গিফট,
টেরিজার মত তুমি হয়ো দেশে সিফ্ট।