কবিতাঃ- চির বিস্ময় তুমি
✍️ মনোজ ভৌমিক


শেষ হয়েও হওনি তুমি শেষ!
আজও হৃদয় ছুঁয়ে রয়েছো বিশেষ।
শব্দ ভাঙছে সময়ের শত গানে!
কেউ বোঝে,কেউ বোঝেনা তার মানে।


সময় কবিতা ঘুণপোকা কুরে খায়!
তোমার কবিতা আজো বাঁচে নির্দ্বিধায়।
জ্বালা দিয়ে যায় কত শব্দ নির্বোধ!
তোমার শব্দে ভালোবাসা চির অবোধ।


বৈশাখী ঝড় উন্মাদ নয় সে হেন!
প্রশ্ন কোরো না এ সময় এ কেন?
সাহিত্যাকাশে আজ অশ্লীলতার ছাপ!
ভাষা শব্দের বড় দুর্বোধ্য প্রতাপ!!


তুমি রয়ে গেছো ভাবনার প্রতি কোণে,
কারই বা সাধ্য তোমায় ভোলে এইখানে?
কত না শতাব্দী কেটে যাবে এইভাবে,
ওই অস্ত রবির রশ্মি জেগেই রবে।


চির বিস্ময় তুমি, তুমি যে অন্তহীন!
তুমি বিনে আজ বড়ই যে দুর্দিন।
জেগে ওঠো হে অমৃত পুরুষ রবি,
প্রতি জন্মদিনে কেন রবে মূক ছবি??