কবিতাঃ- চলনা আবার
✍️ মনোজ ভৌমিক


আজ তুমি ব্যস্ত,আমি ব্যস্ত,
ব্যস্ত ঐ কাজের মাসি,
ব্যস্ততাকে লাগাম দিতে
সবাই নকল হাসি!


ব্যস্ততাকেই আপন করে
থাকি যে যার কাজে,
অতীত এসে মারছে উঁকি
জিরোই যখন সাঁঝে!


পুরানো সেই দিনগুলিকে
বড্ড ভালোবাসি,
চলনা আবার পিছন ফিরে
অতীত ঘুরে আসি।


আম জাম আর লিচুর বনে
ছুটবো দুপুর বেলা,
স্কুল পালিয়ে তাল পুকুরে
খেলবো সাঁতার খেলা।


চুঁ কিত্ কিত্ খেলবো আবার
খেলবো রে ড্যাং গুলি,
কানামাছি ভোঁ ভোঁ খেলবো
সাঁঝবেলা লুকোচুরি।


পুতুল পুতুল সেই খেলায়
জীবন ছিল রঙিন,
বলনা আজ কোথায় পাবো
সেই পুরাতন দিন!


ব্যস্ততাকে ঝেড়ে ফেলে
চলনা আবার যাই,
মিষ্টি মধুর দিনগুলিকে
একটু খুঁজে বেড়াই।


সময় অতীত হলে পরেও
ভাবনা আজও সজীব,
শৈশবের সেই দিনগুলি
কখনো হবেনা আজিব।