কবিতাঃ- ছন্দ চাই
✍️ মনোজ ভৌমিক


ছন্দ চাই আজ,ছন্দ চাই...
জীবনের প্রতি খাতে,
ছন্দ ছাড়া এ জীবন যেন
পড়েছে অভিসম্পাতে।


ছন্দ বিহীন এই জীবনে
দেখছি কত যন্ত্রণা,
ছন্দ ছাড়া এ জীবন যেন
সবকিছুতেই মানা!


ছন্দের কাছে নতজানু হয়ে
এ হাতে কলম তুলি,
লিখিতে লিখিতে যায় যে কেটে
সকল প্রহরগুলি।


ছন্দ পারে আনতে সকাল
দগ্ধ দুপুর রোদ,
ছন্দই পারে ধুয়ে মুছে দিতে
পুরাতন প্রতিশোধ।


ছন্দ ছাড়া জীবনের পথ
হয় বড়ই বন্ধুর,
বিচ্ছেদ আর হতাশায় ভরে
জীবনের যত সুর।


ছন্দ রয়েছে ঐ ভূমণ্ডলে
সৌর জগতে সারা,
ছন্দ যখন যায় হারিয়ে
খসে পড়ে শত তারা!


ছন্দ হারালে পৃথিবীর রূপ
হয়ে যায় বে-সাহারা,
ভূকম্পন,খরা,সুনামি এসে
করে ওরে শ্রী হারা।


কবিতার মতো ছন্দ থাকুক
সময়ের গতিপথে,
পৃথিবীর সুখ শান্তি ফিরুক
কামনা করি একসাথে।