কবিতা :- ছন্দ কথায় দ্বন্দ্ব
✍মনোজ ভৌমিক


ছন্দ নিয়ে সদা দ্বন্দ্ব লেখে
বৈদ্য পাড়ার কবি বৈশাখী,
রেগে বলে,ছন্দ আবার কি?
ভাবনা আমার দেখ দেখি।


সুকান্ত ও জীবনানন্দের
গদ্য কবিতা যখন দেখি,
অদ্ভুত সেই ভাবের ছন্দ
এই মনকে দোলায় নাকি!


ছন্দ ছাড়া এ জীবন বৃথা
সময়টাকে দেখেই শেখো,
ভাব ভাবনা বজায় রেখে
ছন্দটা না হয় বুঝে লেখো।


হিংসার আগুনে মরে সবে
দ্বন্দ্ব দেখো আজ বিশ্বজুড়ে!
বিষ ছড়ানো যেথা সেথায়
ছন্দ বুঝি তাই যাচ্ছে উড়ে!!