কবিতাঃ- দে ভালোলাগার ফরমান
✍️ মনোজ ভৌমিক


কতগুলো চিঠি পাঠিয়েছি তোর নামে,
জমা পড়ে আছে আকাশের নীল খামে!


চিঠির শব্দ সমাসে কারকে বাঁধা,
সাত কারকেও ছিল না গোলক ধাঁধা।


বড় নির্দয় তোর কাজল কুমারী মন,
শুকনো প্রেমের খেলায় মেতেছে এখন!!


প্রথম আষাঢ়েও দিলি নাতো উত্তর!
ঈশ্বর রথেও দেখা ছিল না তো তোর!!


তৃষিত নয়নে চেয়ে আছি তোর পানে,
উচাটন মন দিশেহারা অভিমানে।


বুকের মাঝারে জমানো রঙিন নেশা,
চাতক হয়েও মেটেনি আজো পিয়াসা!


আগুনে পুড়ছে শরীরের প্রতি অনু,
তোর স্পর্শ পেতে উদগ্রীব দেহতনু।


কত না বসন্ত হয়ে গেছে সমাপন,
কম বেশী ছুঁয়ে রাঙিয়েছিস এ মন।


দীর্ঘ প্রতীক্ষার হয়ে যাক অবসান,
ভালোবেসে দে ভালোলাগার ফরমান।