কবিতা:-দেখো তুমি (৪৭৫)
     মনোজ ভৌমিক


একদিন পথের ধূলার মত উড়ে যাব আমি!
ক'য়েক শতাব্দীর পরে হয়তো খুঁজবে তুমি!
কোন এক বিষন্ন গ্রীষ্মের গোধূলিবেলায়,
দেখো,কালবৈশাখী ঝটিকা সইছি অবহেলায়।


শ্রাবণের কালো মেঘ ধেয়ে এলে, চেয়ে দেখো তুমি,
পিয়াসী চাতকের সাথে সাথে উড়ে যাচ্ছি আমি।
পারো যদি খুঁজে দেখো কোনো এক শান্ত ক্ষণে,
শরতের বৈকালে রোদে ভেসে যাওয়া সুদর্শনে।


বিরহী হেমন্তের চোখ ভেজা আবছা আলোতে,
মিটমিটে তারাদের সাথে কথা বোলো ঘোর রাতে ।
নবান্ন ঘ্রাণে যদি মনে পড়ে কখনো আমায়,
দেখো তুমি উত্তরের বায়ু বুকে খুঁজছি তোমায়।


ফাগুনের শেষ বেলায় যদি খোঁজো  আমায় তুমি!
রূপনারায়ণ তীরে বিবশ চিত্তে দাঁড়িয়ে আমি।