কবিতা:- ধুয়ে যাক সব মলিনতা
             মনোজ ভৌমিক


ঘর ছুঁয়ে চলে গেছে ফিকে রোদ্দুর,
এখন মনেতে বসা মেঘলা দুপুর।
গুমট তনু নিয়ে খোঁজে স্মৃতিকথা,
এ বুকেতে জেগে ওঠে পুরাতন ব্যথা।


ব্যথাদের বুকে চেপে কেঁদে ওঠে মন,
শোনাই কারে বলো হৃদয় কথন।
বকুলের শাখা বেয়ে নামছে সন্ধ্যা,
জ্বলা বুকে ঘুমোয় রজনীগন্ধা।


প্রহর গুনে গুনে ভোরের নামতা,
শব্দের মায়াজালে জীবন কবিতা।
কবিতার হাত ধরে হাঁটছে হৃদয়,
এখানে নাই যে আজ জয় পরাজয়।


শ্রাবণ আসছে নেমে দিলো সে বারতা,
ধুয়ে যাক জীবনের সব মলিনতা।