কবিতাঃ- ডিজিটাল ফোঁটা
✍️ মনোজ ভৌমিক


দিন গুণলেই বছর যে হয় শেষ,
কিছু ভাবনায় রয়ে যায় ভাগশেষ।
ওই ভাবনাগুলো বড়ই বেআক্কেলে,
সময়ে সম্পর্ক জেগে ওঠে ইন্দ্রজালে।


সময়ের ঘরে যাদুগরি সব খেলা,
খুঁজতে গেলেই বয়ে যাবে সারাবেলা।
ফোঁটা তো বোঝে না সম্পর্কের কলরব,
নীরবে কাঁদে হারিয়ে যাওয়া শৈশব।


চৌকাঠ এখন দূরত্ব ভীষণ মাপে,
কিছু ফোঁটা কাঁদে সময়ের অভিশাপে।
ডিজিটাল যুগে অঙ্ক কষি প্রতিদিন,
দেনা পাওনার হিসেবেই থাকি লীন।


সম্পর্ক আজ গুনছে নতুন হিসাব,
ফোঁটার মধ্যে আছে কি পুরাতন ভাব!
পুরাণ কথা কি আজ মিথ্যে উপন্যাস?
ভাব ভাবনায় আছে কি সাবেকী উপবাস!


ভার্চুয়ালে চুরি হয়ে গেছে কতকিছু,
ডিজিটাল ফোঁটা আজকে হয়েছে উঁচু।