কবিতা:- দিন যদি বড় হয়
মনোজ ভৌমিক


দিন যদি বড় হয় ওদের কি যায় আসে!
ফুটপাতে ফাঁকা ঘরে থাকে ওরা অক্লেশে।
শীত এসে চুমু খায় কেঁপে ওঠে প্রতি রাত,
তবু ওরা বলে হেসে,ফুটপাত বেঁচে থাক।


ভোরবেলা রোদ হাসে ছুঁয়ে যায় দেহ সব,
ওরা সব জেগে ওঠে,কাজ চায় কলরব।
খালিপেটে কাঁদে শিশু দুধ চায় এক বাটি,
ভাবনায় শীত আসে রোদ হেথা যায় টুটি।


উলঙ্গ ও পথ শিশু,চোখ নাই তোমাদের!
দিন যদি বড় হয় কি ফারাক উহাদের!!
চুপচাপ পিঠে বোঝা শুধু শুধু রোদ খোঁজা!
নেই কোনো অভিযোগ তবু কেন পায় সাজা!!


শীতটাকে বুকে বয় রোদ যায় সাঁঝ হয়,
রাজপথ আলোকিত মোমবাতি কেক ছায়!
বেথেলহেমে রাত্রি জাগে চারিদিকে হৈ চৈ !
তুমি আমি ভাবনায় সে ভাবনাটা আছে কৈ!!


প্রতিদিন রোদ বয় ওখানেতে শত শিশু,
খুঁজেছো কি কেউ হোথা আজকের কোনো যীশু!