কবিতাঃ-দিনের উপহার
✍️ মনোজ ভৌমিক


তোমার কথা বলতে গেলে
তারিফ করাই হবে,
তোমার মতো স্ত্রী ভাগ্য বলো
কার আছে এই ভবে!


কষ্ট তুমি পেয়েছো অনেক
সইছো অনেক ব্যাথা,
বলতে গেলে রাত ফুরোবে
থাক না ওসব কথা।


না বললেও আজকে যেন
অপরাধ বোধ জাগে,
কেমন করে বোঝাই সবারে
তুমিই সবার আগে।


সময় কাঁটা বদলে গেছে
বদলেছে জীবন,
বদলেছো তুমি একটুখানি
ভাবনা চিরন্তন।


পায়রা ঠোঁট হারিয়ে গিয়ে
এন্ড্রয়েডে ই-মেল,
আমায় নিয়েই মগ্ন তুমি
বাকি সময়ের খেল।


নিউক্লিয় হতে সবাই চায়
বলে একান্ন নির্বোধ,
এখনো তুমি সেই পুরাতন
অতি সনাতন বোধ!


মায়া মমতা হৃদয় জুড়ে
স্বার্থ বাঁধেনা গণ্ডি,
সংসার নিয়ে ব্যস্ত সদাই
নিজেরে করেছো বন্দী।


সবার জন্য করছো শুধুই
চাওনি তো প্রতিদিন,
হৃদয় জুড়ে বসন্ত ছাপ
নেই কেনো অভিমান।


প্রয়োজনে আপন যারা
দায় ফুরোলেই পর,
তাদেরও তুমি ভালোবাসো
সামলে নিজের ঘর!


চাহিদা তোমার একটুখানি
নয়তো বিশাল আকাশ,
তাইতো দেখি মন আঙিনায়
সদাই দখিনা বাতাস।


সংসার আজো দাঁড়িয়ে আছে
তোমার প্রেরণা বলে,
এখানেই নাকি অসীম সুখ
বলো তুমি খেলা ছলে।


বার্ষিকী তো একটা দিনের
ভাবনার উপচার,
প্রতিপলই চাই যে দিতে
এ হৃদয় উপহার।