কবিতাঃ - দোদুল্যমান
✍মনোজ ভৌমিক


সময় কেমন যাচ্ছে বলো!
একঘেয়েমি! এক টানায়!!
সত্যিটা তো মানতেই হয়
রয়েছো কিন্তু দোটানায়।


প্রশ্ন তোমার শতেক হবে
বলবে জবাব দাও দেখি!
মুখোশ পরো, দূরত্ব রাখো,
মৃত্যুভয় হোথা নেই নাকি!!


শত্রু তোমার অদৃশ্য রূপী
যখন তখন দেবে হানা,
দেখাও যতই যুদ্ধ বীর
মুখ দেখলেই যায় চেনা।


কাজের থেকে ফিরছো ঘরে
কিংবা আছো কাজের জাগায়,
যতই ভাবো সেফ রয়েছি
থাকবে যে মন দোটানায়।


জীবন মৃত্যু দুলছে জেনো
দোদুল্যমান পেন্ডুলামে,
শুদ্ধা শুদ্ধির বিচার নিয়ে
ধুঁকছো বসে অন্ধ যামে।