কবিতাঃ- দহন
✍️ মনোজ ভৌমিক


দহন এখন সর্বত্রই
দহন মনের কোণে,
হোলিকা দহন করার বলো
কি আছে আজ মানে?


দিন রাত্রি খুঁজছি মানে
অবাক চোখের তারা!
সময়ের সাথে ভাবনা দেখি
বড্ড লাগাম ছাড়া!!


বিশ্ব জুড়ে চলছে দহন
অসুর রাজ সর্বত্র!
মানবতার ধ্বংস যজ্ঞে
প্রহ্লাদও হয় হত!!


সম্পর্কের কঠিন দহনে
জ্বলছে সবার হিয়া,
সবাই বলে, আমার! আমার!
নিভছে জীবন দীয়া!


ছোট্ট শিশু,ভাবুক কিশোর,
হতাশা জড়ানো চোখ!
তরুণ,যুবক মদের গ্লাসে
মেটায় জীবন শোক!!


বৃদ্ধাশ্রমে জ্বলছে দেখো
ভালোবাসার দহন,
স্বামী-স্ত্রীর কলহ বিতান
বিচ্ছেদে হয় গনন!


প্রেমিক মনের তীব্র দহন
সন্দেহ ভরা রোগে!
দহন জ্বালা মেটায় লুকিয়ে
সোস্যাল মিডিয়া জেগে।


আমজনতার মনের দহন
জ্বলবেই অহরহ,
সরকার শুধু আসে আর যায়
মেটাতে পারে না কেহ।


পবিত্র এই ধর্ম ভাবনা
আজ খেলে জলকেলি!
তবুও তুমি গাছ পোড়াবে
বলবে, হ্যাপি হোলি।