কবিতাঃ- দু-দণ্ড শান্তির তালাশ
✍️ মনোজ ভৌমিক


এখন সন্ধ্যা নামে
রক্তাক্ত গোধূলি ছুঁয়ে
পৃথিবীর দোরে।

শব্দহীন শিশিরের
প্রেতাত্মা ঘোরে ফেরে
কায়াহীন কবিতার সাথে!


সুদর্শন ওড়ে না আর
শঙ্খচিলও হাপটানে
দিগন্ত আঁধারে!!


ধূসর ছাইয়ে ঢাকা
বিষভরা রিক্তা বনানীর
মুখে বড়ই হতাশা!


হাজার বছর ধরে
হেঁটে যাওয়া....
হে কবিতা পথিক,


তুমি কি শুনতে পাচ্ছো?  
সময় আর্তনাদ!
আসন্ন বিষাদ!!


সফেন সমুদ্র ছুঁয়ে
'দারুচিনি দ্বীপের ভিতর'
তুমি কি পেয়েছিলে তারে?


আমি তো একবিংশ ছুঁয়ে হাঁটি...
খুঁজে ফিরি 'বনলতা সেন'....
'দু-দণ্ড' শান্তির তালাশ....