কবিতাঃ- ডুব দে রে ও মন
✍️ মনোজ ভৌমিক


এখন আমি কবিতা লিখি না আর,
কলমের মুখে নেই যে তেমন ধার।
ভাবনা একাই দাগ কেটে যায় মনে,
ব্যথা কথাগুলি গিলছি সঙ্গোপনে।


সময় এখন ভীষণ বদল দেখি,
চুপচাপ বসে সবারে দেখতে থাকি।
বদলে গেছে অনেককিছুই আজ,
সময়ের চোখে হিংসার বড় সাজ!


তোমার আমার মিত্রতা শুধু নামের,
চুন খসলেই খুঁজি তুমি কত দামের!
সবাই এখন আমিত্ব নিয়েই বাঁচে,
সম্পর্ক গড়ছি বড়ই আজব ধাঁচে।


আসল কথা বদলে গেছে সে হাওয়া,
কলাপাতা ছেড়ে কাঁচের ডিসে খাওয়া।
সজীব ভাবনা সময়েতে ভঙ্গুর,
তাই বুঝি আজ উল্টো গানের সুর!


স্বাধীনতা লড়াইয়ে হৃদ্যতা ছিল বেশী,
সেই ভাবনায় বাজছে বিষের বাঁশি!
আঙুল তুলছি আইন কানুন নিয়ে,
বিচার আজকে টি আর পি আছে ছুঁয়ে!!


শিক্ষা চুরির খতিয়ান মিছেই ঘাঁটো,
নেত মন্ত্রীর সঙ্গেই না হয় হাঁটো।
কবিতার ভাষা আজ বড় তোষামুদে,
নিরপেক্ষতায় দুদে হলেও তুমি ক্ষুদে।


স্বাধীনতা হীন কবিতা লিখে কী লাভ?
গিরগিটি রঙে খারাপ হয় স্বভাব।
লিখবো কবিতা আবার সময় হলে,
ডুব দে রে ও মন জয় মা কালী বলে।



বিঃদ্রঃ - ১৩০০তম