কবিতা:- দুখের মাঝে সুখটা খোঁজা যাক
              মনোজ ভৌমিক


এখনো আমি তোমায় নিয়েই ভাববো,
তোমার ছবি দুই চোখেতেই আঁকবো।
বলবে তুমি,"ও দুষ্টু পাগল কবি,
সাঁঝের বেলায় এ কেমনতর দাবি?"
আমি বলবো,"এই শরৎ কে তো দেখো,
বছর পরেও ও দেহেতে চোখ রাখো।
ওর চেহারায় তেমনি কাশের হাসি,
দুলছে যে গলায় মল্লিকা মালতী।
ঐ আলো ঝলমলে আবেশি তনুখানি,
যুথিকা-টগর-জুঁইতেই মনমানি।
শিউলি ঝরা বেলা না হয় ভোলা যাক,
জ্যোৎস্না ছড়ানো চাঁদটা সাথে থাক।
কি করে হারাবে পুরাতন সেই বেলা!
খেলবো যে এখন নতুনতর খেলা।
ঐ বদনামী মেঘ যাচ্ছে উড়ে দেখো,
এবার আলোর ছবি দু'চোখেতে আঁকো।
গৃহস্থী সব  ভাবনাগুলো থাক,
আজো দুখের মাঝে সুখটা খোঁজা যাক।"