কবিতাঃ-এ বসন্ত বর্ষাকেই করেছে আপন
            মনোজ ভৌমিক


কালো কালো মেঘগুলো আকাশেতে হাঁটে,
দখিনা বাতাস খেলে ওদেরই সাথে।
ঘুম ঘুম চোখ নিয়ে প্রজাপতি ওড়ে,
বসন্ত আকাশ দেখি রামধনু গড়ে।
ফুলেদের বৃন্ত চুমে নামে স্নিগ্ধ ধারা,
পিয়াসী ভ্রমর কাঁদে হয়ে দিশাহারা।
অবুঝ সবুজ মনে নেই কেনো সুখ,
মধুতে ভরেনি আজও ফুলেদের বুক।
টুকিটাকি আলাপন হয় রঙ সাথে,
বিষন্ন বসন্ত দেখে দাঁড়িয়ে তফাতে।
ভাবনার রঙ ভাসে হৃদয়ের মাঝে,
বরষার কলরব বসন্তের সাঁঝে।
হেথায় হোথায় কারা করে আপসোস!
শুধু শুধু দিতে থাকে পরিবেশে দোষ।
আমার তোমার মাঝে ব্যর্থ প্রহসন,
এ বসন্ত বর্ষাকেই করেছে আপন।