কবিতাঃ- এ শরৎ মনোলোভা
✍️ মনোজ ভৌমিক


মন হারালো কাশের বনে
দেরী যে আর সয় না,
দেবী দুর্গা আসবে কখন
ও সখী তুই বল না!


হিমেল হাওয়া আসে ধেয়ে
মধুর সুবাস নিয়ে,
শিশির মাখা ঘাসের বুক
চোখ দুটি যায় ছুঁয়ে।


শিউলি মন বড় চঞ্চল
সুবাসিত সাঁঝ বেলা,
ভোরের শিশিরে চুমু নিয়ে
টগরেরা করে খেলা।


মৌমাছিরা গান গেয়ে যায়
ভ্রমরেরা খেলে ফুলে,
শরৎ আলো দু'চোখে মেখে
মন প্রাণ ওঠে দুলে।


পদ্ম শালুক দিঘির জলে
বাড়ায় ভীষণ শোভা,
পুজোর গন্ধে মন চঞ্চল
এ শরৎ মনোলোভা।