কবিতাঃ- এ সময়ের দুর্যোগ
✍️ মনোজ ভৌমিক


লোকগুলোকে এখন আমি
চশমা পরেই দেখি,
ঠাওর করতে গিয়ে ভাবি
দেখছি তো ঠিক নাকি!


রং ঢং সব বদলে গেছে
চেহারা খানিক মিল,
হাসতে গেলে দাঁতগুলিতে
লাগছে ভীষণ খিল।


পোশাক পরে অদ্ভুত সব
হিরো হিরোইন যেন,
চশমাটাকে ভীষণ ঘষি
মানছে না মন কেন?


বলছে ওরা,জীরোর থেকে
হিরো হয়েছি এখন।
একটুখানি সাজগোজতে
থাকি নিজের মতন।


সময়কালে ছিল না ভাই
হাল ফ্যাশনের চল,
ভাবিনি তো শেষ বয়সে
পয়সায় পাবো বল।


চশমাটা খুললে পরেই
বড়ই যে দুর্ভোগ,
দোষ তো ভাই ওদের নয়
এ সময়ের দুর্যোগ।