কবিতাঃ- এই হৃদয়ে জাগুক শিহরণ
✍️ মনোজ ভৌমিক


আর কত দিন বদ্ধ খাঁচায় থাকবে এ মন পাখি!
এবার তুই বিদেয় হ'না ঐ নতুনটাকে দেখি।


মন জ্বালালি,তনু জ্বালালি,জ্বালালি এ হিয়া,
যাওয়ার বেলা বলিস না যেন ভালোবাসি প্রিয়া।


ঐ কথাতেই জ্বলবে আমার সব হারানো এ বুক,
খুঁজবো না আর ওর মাঝে এই ধরনের সুখ।


বিশেও দিলি বিষের জ্বালা একুশ শেষেও তাই,
আর পারি না তোকে নিয়ে বাইশকে কি বোঝাই?


সুখের  সংজ্ঞা খুঁজতে গিয়ে মন্থন বিষ জালে,
কারে বোঝাই কার কারণে পড়েছি যাঁতাকলে!


আর যে তোকে ভাল্লাগেনা একঘেয়ে বড় তুই,
হারিয়ে যাওয়া সেই তোকে আজ ইচ্ছে করে ছুঁই।


রজন ভজন অনেক হলো বিষ ছড়ানো কথা,
শেষ বেলাতে দিস কেন রে এই মনেতে ব্যথা!


অনেক বিষ তো ঢাললি তুই বুকের মাঝে খুব,
মুখোশ ছাড়াই বাঁচতে চাই এবার হবি কি চুপ?


ঐ নতুনের আগমনে নেচে উঠুক এ মন,
নতুন করে এই হৃদয়ে জাগুক শিহরণ।