কবিতাঃ- একা আসি একা যাই
✍️ মনোজ ভৌমিক


একা আসি একা যাই
মাঝখানে খাবি খাই
কেউ ডাকে,ওঠো জাগো...
কেউ বলে,জোরে ভাগো....
হিম্মত কোথায় পাই?


সেই যে সেদিন থেকে
বলেছে সবাই হেঁকে,
ব্যাগটা পিঠেতে বাঁধ
মজবুত হবে কাঁধ।
আজো তাই চলি বেঁকে!


কত শত সংঘাত!
দেখে যাই পক্ষপাত
কেউবা মেরেছে ল্যাং
কেউ দিল ভেঙে ঠ্যাং
ভাগ্যটা দেয়নি সাথ!


তবুও হেঁটেছি ভাই
আগে পিছে দেখি নাই
সবাই চেয়েছে শুধু
পাইনাই দিতে মধু!
চারিদিকে চাই! চাই!!


এখন মন্দ সময়
হেমন্ত দেখায় ভয়
ওরা সব ছেড়ে গেছে
যারা ছিল খুব কাছে
অদৃশ্যেরা কথা কয়!


এ পৃথিবীটা সুন্দর
তুমি আমিই বান্দর
শুধুই নাচতে থাকি
দু'টো চোখ হাতে ঢাকি
সামনে দেখি বন্দর!