কবিতাঃ- একবার দেখো সুলোচনা
           মনোজ ভৌমিক


সুলোচনা, দেখো চেয়ে রিক্তা পৃথিবীর পানে,
বাঁচার অদ্ভুত উন্মাদনা জাগে ওর প্রাণে!
স্বতেজ সজীব বায়ু বহমান নিরবধি,
কুলকুল ধ্বনিতে বহে চলে পবিত্র নদী।
নির্মল আকাশে মেঘ ভাসে যেন সেই আদি!
একবার নয়ন মেলে দেখতে তুমি যদি!!
বৃক্ষশাখে শুনি অজানা পাখির কলরব,
পুষ্পিত কাননে জাগিছে বসন্তের উৎসব!
উন্মত্ত অধীর প্রাণে অলি চুমে ফুলরেণু,
দূর হতে কানে ভাসে সেই রাখালিয়া বেনু!
স্বতেজ পাহাড় বুকে খেলছে অজস্র ঝর্ণা!
সমুদ্র হাসছে দেখো অরূপ নীলাভ বর্ণা!!
আকাশে বাতাসে জাগছে প্রাণের শিহরণ!
একবার দেখো সুলোচনা কি মনোহরণ !!
নীরব নিথর সভ্যতা হারিয়েছে নিজ রং ,
চারিদিকে অসীম শান্তি প্রফুল্ল চিতবন।
ঘুমিয়ো না সুলোচনা,এ সময় ক্ষণস্থায়ী !
ওঠো প্রিয়া,এক্ষণের স্মৃতি হোক চিরস্থায়ী।