কবিতাঃ- একবার এসো সাঁই
✍️ মনোজ ভৌমিক


বিষাদ সময় করছে হাহাকার!
মানুষের মাঝে মানুষ নেই আর!!
ধর্ম ও স্বার্থ খেলছে কপট খেলা!
সবকিছুতেই হিসেব কষে চলা!!


মানবতা আজ প্রশ্ন নিয়েই বাঁচে!
আর মনুষ্যত্ব পুড়ছে গরম আঁচে!!
দরজা খুলে দেখছো কি তুমি তাই?
ভিখারী ঈশ্বর,কোথায় তোমায় পাই??


হিংসা আগুনে জ্বলছে সবার হিয়া,
সুখের ঘরে অসুখ জ্বালায় দিয়া!
শুভবুদ্ধির উদয় হওয়া চাই,
উঠান ভেঙে একবার এসো সাঁই।