কবিতা:- এখন আমার দেশটা
   মনোজ ভৌমিক


সংবিধানটার ঘাড় ঘুরিয়ে,সুপ্রিম কোর্টে গেল দেখা।
বহুমতটা মতের মতই, সোনার কৌটোতে রাখা।
বিধান সভায় জলটা আড়াই'দিনেতে হলো ঘোলা,
জনতা দেখে তাকিয়ে তাকিয়ে,গদিযুদ্ধের খেলা!
গদির নেশায় মত্ত নেতারা নীতিকথা গেছে ভুলে,
দেশভাবনাটা রেখেছিল তারা বড় ব্রিফকেস খুলে।
এবার বলো ভ্রষ্টাচারেরা কোথায় দিচ্ছে উঁকি?
অফ দ্যা, বাই দ্যা,ফর দ্যা হুহু! ভাবনাটা কি মেকি?
রাজ-ক্রিকেটের সাট্টা আজ খেলছে বলো কারা?
বেচারা ভোটুরে, ভোটের নেশায় হয় যে আত্মহারা।
আখের গুছায় নেতারা সব তোমার ভাগ্যে কি?
কনুই-এতে গুড় লাগানো কথা,চেঁটে দেখবে নাকি?
চাঁটতে হলে লম্বা করো জিহ্বটা আজকে তোমার,
সামলে চেঁটো,জিহ্ব কাটলে বাকরোধ হবে এবার।
চারিদিকে আজ তাকিয়ে দেখো,ভীষণ গণ্ডগোল,
গদির নেশায় মত্ত নেতারা,কেডার বাজায় ঢোল।
সুদিন কথায় চোখ শুকোচ্ছে,দুর্দিন দেয় উঁকি,
বোঝেনা জনতা,ভাবীদেশ কোনপথে যায় ঝুঁকি।
দেশটা যাচ্ছে গোল্লায়,যাক।ভাবনা কেন এত?
আমজনতা মরছে মরুক,নেতারা থাক জীবিত।