কবিতাঃ- একলা চল
✍️ মনোজ ভৌমিক


পথ ছোটো হয়
দূরত্ব মাপি রোজ,
গন্তব্য স্থলের
নিত্য করি খোঁজ!


দিগন্ত দাপায়
ক্লান্তি কালের আলো,
হয়তো দু'চোখে
লাগবে কারো ভালো।


সিঁধ কেটে যায়
সম্পর্ক বেড়াজাল,
কেইবা করবে
আজকে কার খেয়াল!


রোজ নামচায়
ভুলের নিমন্ত্রণ,
একলা চলার
মন্ত্র জপি এখন।