কবিতা:- একমুঠো আলো দাও
✍️ মনোজ ভৌমিক


একমুঠো আলো দাও
কাঁদে পৃথ্বী লোক,
চারিদিকে দেখো তুমি
শোক শুধু শোক!


হিংসা বেঁধেছে দানা
দিক হতে দিকে,
মানুষের মনুষ্যত্ব
কুটিল অঙ্কেতে।


বিষিয়ে দিয়েছে বায়ূ
বিষাণু বারুদে,
মৃত্যু যেন খেলাঘর
সময় সুবাদে।


শত শত দীপ জ্বলে
নয় দীপাবলী,
অজস্র মনুষ্য শবে
মোমবাতি গুলি!


হে ঈশ্বর, হে বিধাতা,
স্রষ্টা যদি হও,
কেন এত জ্বালা হেথা
দাও বলে দাও।