কবিতাঃ-  একটা রবীন্দ্রনাথ চাই
✍️ মনোজ ভৌমিক


আজ আমি একটা রবীন্দ্রনাথ চাই...
যিনি জালিয়ানওয়ালাবাগের মতো নির্মম মানবিক হত্যাকান্ডে গর্জে উঠে
প্রাপ্ত সাহিত্যের সর্বোচ্চ উপাধি
ত্যাগ করার মানসিকতা রাখবেন ।


আমি সেই রবীন্দ্রনাথকে চাই...
যিনি বিভেদের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ গানটি রচনা করবেন,
"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।"


আজ আমি সেই রবীন্দ্রনাথকে চাই...
যিনি শিশুমনের গভীর অনুভূতিকে হৃদয়গ্রাহী করে তুলবেন,
" মা'গো,আমায় ছুটি দিতে বল... "


উন্নত মানসিকতার সেই রবীন্দ্রনাথকে আজ খুঁজছি...
যিনি ওপাড়ার প্রাঙ্গণে গিয়ে,
সে মাটির কবির বাণী শোনার জন্য উদগ্রীব হয়ে থাকবেন!


আজ একবার সেই কবি...ঈশ্বরকে চিৎকার করে প্রশ্ন করুক...
" যাহারা তোমার বিষাইছে বায়ু,
নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ,
তুমি কি বেসেছ ভালো?"


এই বিষাক্ত পরিবেশে আমি সেই মরমী কবির সতর্কতা মূলক আহ্বান শুনতে চাই...
" ওরে আজ তোরা যাসনে,
যাসনে ঘরের বাইরে।"


আমি আজ সেই রবীন্দ্রনাথের আর্তনাদ শুনতে চাই....
যিনি বীতশ্রদ্ধ জীবন থেকে মুক্তির আলো খুঁজতে অধীর...
" ওরে, চারিদিকে মোর
এ কী কারাগার ঘোর-
ভাঙ ভাঙ ভাঙ কারা,আঘাতে আঘাত কর । "


আজ আমি সেই বরেণ্য কবিকে কবির ভাষায় আহ্বান  করছি,
" এসো যুগান্তরের কবি,
আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপ্রাতে
দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে,
বলো, 'ক্ষমা কর'।
হিংস্র প্রলাপের মধ্যে
সেই হোক তোমার সভ্যতার শেষ পূণ্যবাণী।"