কবিতাঃ-এরাই মরে অকালে
✍️ মনোজ ভৌমিক


টিন টিন তেল তোলো
ভরে নাও চাল ডাল,
মহামারী মেরে গেল
শিয়রেতে মহাকাল!


বাড়ছে বাজার দর
প্রতিদিন প্রতিক্ষণ!
লুঠছে মজুতদার
ভরে না ওদের মন!!


ওরা তারা ভালো আছে
অট্টালিকা ও রাস্তায়,
নিয়ন আলোতে ওরা
তারা দিন গুণে যায়!


বাকি যারা মাঝখানে
এরা থাকে হতাশায়,
কমছে জমানো পুঁজি
আগে গিয়ে বাঁচা দায়!


ভবিষ্যৎ ভেবে ভেবে
এরা শুধু মরে বাঁচে,
যুদ্ধ তো প্রতিদিনের
সময়ের জ্বলা আঁচে।


ভোট এলে কত কথা
বলে নেতা এনাদের,
সরকার কেঁদে বলে
এ মার্কেট গ্লোবেলের!


দুঃখটা চিরদিনই
থাকবেই ও কপালে,
যুদ্ধ, মারী ও মড়কে
এরাই মরে অকালে।