কবিতা :-এসো আজ বই পড়ি
           মনোজ ভৌমিক


বই পড়ো, বই পড়ো,পড়ো ভালো বই,
বোলো না মুচকি হেসে সময়টা  কই!
আঙুল যে আইফোনে চেহারা অচেনা,
কেবলি ফ্যাশন যেন মিথ্যে বই কেনা!
সেল্ফটাকে ভরা হোক সময়ী স্টাটাস,
ওরা তারা ভাবে হোথা জ্ঞানের বিকাশ!
ব্যস্ত এই সময়েতে ভ্রান্ত কত কিছু,
সাহিত্যিক বই ছেপে ছোটে কার পিছু!


বই শুধু বই নয়, জ্ঞানের সাগর,
বিদ্যার প্রসার করে চেতনার ঘর।
ভালো বই পঠনেতে চিত্ত শুদ্ধ হয়,
খারাপ পড়িলে পরে মানবিক ক্ষয়।
এসো আজ বই পড়ি সঠিক চয়নে,
স্মরণ করি সকল মহা গুণী জনে।