কবিতাঃ- এসো গাই
✍️ মনোজ ভৌমিক


ঈশ্বর প্রতিবারই আসে,
মধুময় স্মিত হাসি হাসে।
কে আর দেখে সেভাবে তারে!
রুধিরাক্ত দেহ নিয়ে ঘোরে!!


বলে যায় কত শত কথা,
বুকে নিয়ে যুগান্তের ব্যথা।
তুমি আমি শুনি সবকিছু,
তবু হই সময়ের বিছু!


মানবতা যায় রসাতলে,
ধর্ম যুদ্ধ দেখছি সকলে।
শিব বুদ্ধ মহম্মদ যীশু,
দেখে আজো মানবিক আশু!


ধর্ম যুদ্ধের হোক অবসান,
এসো গাই মানুষের গান।
ঋতুরা নিয়ম ছুঁয়ে যাবে,
ঈশ্বরেরা দেখে খুশি হবে।