কবিতাঃ- এসো করি ত্বরা
✍️ মনোজ ভৌমিক


অজস্র আগুন জ্বলে সময়ের সাথে,
কতটা আগুন তুমি পারবে নেভাতে?
প্রখর সূর্যের তাপে তপ্ত ধরাধাম,
জীব জন্তু পক্ষীকূলে শুধু তব নাম।


কেমনে নেভাবে বলো এ ধরার জ্বালা,
অ-সভ্য সভ্যতা আজ করে শুধু খেলা!
কখনো আসছো ধেয়ে,অসম আঙ্গিকে,
তপ্ত লৌহ সম দেহে নিমেষেই ফিকে!


অগ্নির প্রদাহ বাড়ে দিন প্রতিদিন,
তোমার অস্তিত্ব ধীরে হতে থাকে ক্ষীণ!
কি করে বোঝাই বলো তুমিই জীবন,
তোমা বিনা ধরণীর মরু আভরণ।


সময়ের অভিশাপে জর্জরিত ধরা,
মিনতি তোমার কাছে,এসো করি ত্বরা।