কবিতাঃ- ফারাক খুঁজি
✍️ মনোজ ভৌমিক


হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছি
কতবার কত জোরে,
রক্ত ঝরেছে,কেঁদেছিল মা
জড়িয়ে কাঁদেছি তারে!


এখন হোঁচট খেতে গেলেই
সামনে দেখি শ্রীমুখ!
রাস্তা যতই হোক না বন্ধুর
হাসিতে লুকানো সুখ।


সময়ের সাথে বদলে গেছে
হোঁচট,কান্না ও হাসি,
এখন শুধু ফারাক খুঁজি
ভাবনা বড় উদাসী!