কবিতাঃ-গণেশ বন্দনা
✍️ মনোজ ভৌমিক


পার্বতী নন্দন তুমি মহেশ্বর পুত্র,
তব ধ্যান জ্ঞানে হয় এ চিত্ত পবিত্র।
প্রণমি তোমারে প্রভু দেব গজানন,
সর্ব কর্ম অগ্রে স্মরি তোমার চরণ।
সিদ্ধিদাতা বিনায়ক বাঞ্ছা কল্পতরু,
তুমিই পরম জ্ঞানী আদি ঋষি গুরু।
শক্তির আধার তুমি মুষক বাহন,
তোমার গুণকীর্তনে ব্রতী দেবগন।


মহাকাব্য মহাগ্রন্থে লিখন তোমার,
তব কন্ঠে সদা বাস দেবী সারদার।
ধরা 'পরে হেরো আজ কঠিন সময়,
হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব সদা কথা কয়!
হে বিঘ্ননাশক দেব তোমারে আহ্বান,
পাপ মুক্ত করো ধরা নাশিয়া অজ্ঞান।