কবিতাঃ- গাণিতিক জীবন
✍️ মনোজ ভৌমিক


সাত সতেরো ভাবছি একলা বসে,
গণিতের অঙ্ক বড়ই সর্বনেশে।
কষতে গেলেই লাগে যে ভীষণ ভয়,
চুলকে মাথা নখের করছি ক্ষয়।


একে চন্দ্রের চাঁদটা দিয়েই শুরু,
পক্ষ দুয়েতে কোনটা বড় গো গুরু?
নামতা গুলো হাতছানি দেয় দূরে,
ভুল করলেই গাঁট্টা নতুন করে।


ঠুকেছি মাথা দিন দুবেলা রোজ,
যোগ বিয়োগে গুণ ভাগ ছিল বোঝ।
নিয়ম সকল বদলে গেল হঠাৎ!
ঐকিকেতে বুঝলাম অনেক তফাৎ।


জীবনের গতি ওইখানেতেই বাঁধা,
পাটীগণিতের নিয়ম নয়তো ধাঁধা।
বীজগণিতের সুত্রগুলোও বেশ,
সবকিছুতে এ্যালফাবেট ঐ এক্স(x)।


লগারিদম কিংবা ডিগ্রী ফারেনহাইট,
ওসবকিছুতেই এ্যালজাব্রাই ব্রাইট
এক্স(x) ওখানে অজানা অঙ্ক সিম্বল,
মহাজাগতিক রহস্য ওতেই জল।


বায়োনমিয়াল ফ্যাক্টরে ওইই বড়,
ইনফিনিটিভ ফ্রাকশন ওতেই দৃঢ়।
শব্দ,আলো,কত গতিবেগই না মাপি!
বিজ্ঞান খোলে এক্স(x) গণিতের ঝাঁপি।


গণিত ছাড়া যায়না তো পথ চলা,
শরীরী গণিতে কত কথা থাকে বলা!
গণিত দিয়েই শুরু হয় এ জীবন,
হিসেব কষি,এ দেহের হলে মরণ!


দৈনিক জীবনে গণিত অপরিহার্য,
সর্বক্ষেত্রে ওর অবদান অনস্বীকার্য।