কবিতাঃ- জ্ঞানের দীপক জ্বালো (পেত্রাকীয় সনেট)
✍️ মনোজ ভৌমিক


পুষ্প বিহীন কানন সদাই শ্রীহারা,
কেবলি পত্র-পল্লবে শোভিত বাগান,
ফলহীন গুল্মসম ভরে মরুদ্যান,
সমৃদ্ধ সেই উদ্যান যাহা পুষ্পে ভরা।
মনুষ্য জগতে দেখি ভিন্ন রূপ ধারা,
নির্বোধের মত সবে করে আচরণ,
অহম মনেতে সদা মূঢ়ের মতন,
সভ্যতার বেদীমূলে উপবিষ্ট তারা!


আপনে আপন নেই শুধু চলে হিংসা,
মিথ্যাচার, প্রতারণা দেখি চারিদিকে,
শিক্ষা যেন অশিক্ষার বড় হাতিয়ার!
বাগদেবী,বীণাপাণি তুমিই ভরসা,
জ্ঞানের দীপক জ্বালো দেবী দিকে দিকে,
শান্তির অমৃত বাণী হোক না সাকার।