কবিতা:- জ্ঞাতি শত্রু
           মনোজ ভৌমিক


যুদ্ধ দেখিনি আমি,কোনোদিন আসল যুদ্ধও করিনি।
প্রতিনিয়ত মনের সঙ্গে মনের যুদ্ধ চলে জানি।
নাটকের অর্জুন হতে না চাইলেও,সাজিয়েছে ওরা,
ওদিকে কুরুক্ষত্রের রণভূমি, হাতে গাণ্ডীব আছে ধরা।


কে যেন বললো,"মার! সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষরা।"
কৃষ্ণ তো সাথে নেই,ভীষ্ম কোথায়!কেবলি কৌরবেরা!
আত্মীয়ের সঙ্গে যুদ্ধ করতে এসেছি,এ তো শত্রুপক্ষরা!
তাই এ যুদ্ধ, যুদ্ধ নয়।ধনুর্বিদ্যা হলো যে আনকোরা।


ভীষ্মকে ডাকো,কোথায় লুকিয়ে কর্ণ মহারথী!
দ্রোণাচার্য  অশ্বত্থামা  সহ  বীর  সুমতি?
দুর্যোধন! দু:শাসন! ওরা তো আজন্ম শত্রু!
হারাবো কাকে!যুদ্ধে তো এক পক্ষের হবেই মৃত্যু।