কবিতাঃ-ঘাবড়িওনা
             মনোজ ভৌমিক


ভয় পেয়ো না, ভয় পেয়ো না,একটু সবুর করো,
চীন কিন্তু আজও মার্কেটিংএ অনেকখানি বড়ো।
ওষুধও ওরা তৈরি করেছে কোভিট প্রতিরোধে,
করোনা ভাইরাস সৃষ্টি করে মানুষকে ফেলেছে ফাঁদে।
চীন কখনো নিজের কথা বলে না কোনোখানে,
অমানবিক ভাবনা নিয়ে ভাইরাস গড়ে সঙ্গোপনে।
এবার বোঝো,দুষ্টু বুদ্ধি কেমন ওদের মাথায়!
বিশ্বটাকে বসে আনতে চায় , মানুষ মরে ব্যথায়।
রাত ফুরোলেই বাত ফুরোবে এটাও ভালো জানে,
উচ্চদরে বেচবে ওষুধ ভাবনা তার মনে।
ঘাবড়িওনা বন্ধুগণ দেখেছো অনেক ভাইরাস,
চিকুনগুনিয়া, সোয়াইন ফ্লুও ছড়িয়েছিলো ত্রাস।
বিজ্ঞানীরাও বসে নেই গবেষণাতে তারা ব্যস্ত  ,
আবিষ্কার করবে অ্যান্টিভাইরাস জব্দ করতে সমস্ত ।  
একটুখানি সবুর করো বাড়তে দাও তাপমাত্রা ,
চৈত্রমাসের তীব্র তাপে কোভিটের হবে শ্মশানযাত্রা।
বিশ্বজুড়ে চলছে এখন বিপুল  জনসচেতনতা,
"লক ডাউন"এর সময় গতে ঘুচবে সকল ব্যথা।