কবিতা:- ঘোমটাটা খুলে ফেলো
কবি:- মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)


ঘোমটাটা খুলে ফেলো,
মুখটা দেখাও না গো।
লুকিয়ে দেখোনা আমায়,
কাছে ডেকে নাও প্রিয়।
পৃথিবীর এতোরূপ!
খোলা বাতায়ণ এ তো!
সবাই তো চেয়ে দেখে,
তুমি কেন চুপ থাকো?
নিজেকে প্রকাশ করো।
তুমি যে কুসুম কলি
আসবে ভ্রমর গুলি
গান গাবে উড়ি উড়ি।
ছুড়ে দাও আভিমান
মুক্ত করো গো প্রাণ।
মেলে দাও পাখনা দু'টো
উড়িয়ে দাও স্বপ্ন যত।
আকাশের চাঁদকে দেখো,
নিজেকে ঢাকে নাকো।
তুমিও তো চাঁদ প্রিয়,
নিজেকে কেন ঢাকো?
সময় এসেছে দেখো,
গানে ভুবন ভরো।
নিজকে উজাড় করো,
দেখবে,পৃথিবীটা কত বড়!
খুশির ফুল যখন ফুটবে,
আসেপাশে মৌমাছিরা ঘুরবে।
অনেক ভালো যে লাগবে,
তখন, আমায় কি মনে রাখবে?
ঘোমটাটা খুলে ফেলো,
মুখটা দেখাও না গো।