কবিতাঃ- ঘরে ফিরছে বিজয়িনী
✍️ মনোজ ভৌমিক


নৈবেদ্য জলে ভাসায় আপনজন
জলকে ছুঁয়েই সূর্যে করে নমন।
পূর্বপুরুষের প্রতি এই হলো তর্পণ,
ঐ পিতৃপক্ষের হয়ে গেল সমাপন।


ভোরের পাখি জেগে ওঠে কলরবে,
বাউল বাতাস ছোটে উন্মাদ রবে।
আঙিনা জুড়ে আলপনা হয় আঁকা,
স্নিগ্ধ শিশিরে ঘাসেদের বুক ঢাকা।


ক্লান্ত শিউলি মাটি ছুঁয়েছে সবে,
পদ্ম-শালুক একসাথে জাগে ভবে।
কাশফুল ছোঁয় ফড়িং প্রজাপতি,
ভ্রমরের গানে বিমোহিত ফুলবিথী।


প্রকৃতির মাঝে বড় বেশি আলোড়ন,
পাহাড় নদীর বিকশিত তনুমন।
ভোরের আলোয় নতুন স্বপ্ন দেখা,
ঐ মৃন্ময়ীতে চিন্ময়ী রূপ আঁকা।


বাজলো শঙ্খ আর বাজছে ঘন্টা ধ্বনি,
ঢাকের বাদ্যে ঘরে ফিরছে বিজয়িনী।