কবিতা:- ঘুমোয় পুরানো শপথ
                 মনোজ ভৌমিক


চাঁদ ঢাকা আকাশেতে মেঘেদের গর্জন শুনি,
ঐ পুব দিগন্তে জেগেছিলো আগমনী ধ্বনি।
মাটির গন্ধ নিয়ে জেগে ওঠে হিমেল বাতাস,
তোমার আমার মধ্যে নেই আজ সুখের আতাশ।


সুখ ভেঙে ঘুমিয়ে গেছে গো সেই আবেশি শরৎ,
শিউলি ঝরে,টগর ফোটেনা,ধোঁয়াশা হেমন্ত।
আমলকী বন ঘুরে চলে যায় উদাসী জ্যোৎস্না,
মাধবীবিতান শোনে প্রেমের ব্যর্থ কান্না।


পাতাঝরা পথ বেয়ে হাঁটে বিষন্ন হেমন্ত,
শীতকে জড়িয়ে ও বুকে ঘুমোয় পুরানো শপথ।