কবিতাঃ- ঘুড়ি
✍️ মনোজ ভৌমিক


আকাশ পানে তাকিয়ে দেখি
উড়ছে হাজার ঘুড়ি,
অনেক উঁচু পাড়ি জমানোর
করে সব জারিজুরি।


একে অপরে টেক্কা দেওয়ার
চলছে ভীষণ দ্বন্দ্ব,
কেউবা কাটে একটু উড়ে
কপালটা যার মন্দ।


আকাশনীল ছুঁতে চায় যে
বোঝে কি ওখানে শূন্য?
তবুও উড়ে দম লাগিয়ে
ইচ্ছে তো হয়না পূর্ণ।


কাটতে তাকে হবেই বন্ধু
রিক্ত হলে ও ডোর,
মাটির বুকে থুবড়ে মুখ
কাটবে নেশার ঘোর।


সময় শুধু দেখতে থাকে
দিন যাপনের খেলা,
ঘুড়ি,লাটাই,সুতোয় কাটে
জীবনের সারাবেলা।