কবিতাঃ- গ্রাসিত ঋতুচক্র
✍️ মনোজ ভৌমিক


যদিও হেমন্তকাল
শীতের দাপট কম,
তুমি আমি শুধু খুঁজি
পুরাতন হরদম।


সময় বদলে গেছে
বদলেছে দিনকাল,
ঋতুর দাপট নেই
ভাঙছে লয় ও তাল।


শরৎ শিশির হীন!
হেমন্তে নেই কুয়াশা!!
চারিদিকে দেখি শুধু
পলিউটেড ধোঁয়াশা!


গ্রীষ্ম বর্ষা ও শরৎ
হেমন্ত-শীত-বসন্ত,
সময়ের ঋতুচক্র
বড়ই অনিয়মিত!


বদলেছে কতকিছু
বিষাণু আর বারুদে,
যখন তখন পুড়ি
সূর্য জ্বলা ঐ পারদে।


ঋতুর আমেজ গুলো
খুঁজছি কোথায় গেল?
সভ্যতার আগ্রাসন
ঋতুকেও গ্রাসে নিল!