কবিতাঃ- গ্রন্থ বিহীন কবিতা
✍️ মনোজ ভৌমিক


গ্রন্থ ছাড়াই থাকবে পড়ে
আমার কবিতাগুলি,
ক্যালেন্ডারও বদলে যাবে
বদলাবে দিনগুলি।


তখন যদি সময় ক'রে
আমায় খোঁজো গো তুমি,
অসংলগ্ন কবিতা মাঝে
ঘুমিয়ে আছি আমি।


একটুখানি ছুঁয়েই দেখো
প্রেমের পরশ দিয়ে,
দেখবে আমি উঠছি জেগে
তোমার মনটা ছুঁয়ে।


না বলা সে সব কথাকলি
ভাঙবে তোমার হিয়া,
হঠাৎ করে উঠবে জ্বলে
তোমার মনের দিয়া!


শেষ কবিতা পড়তে গিয়ে
যদি চোখে আসে জল,
মলাট বিহীন সব কবিতা
সেদিন হবে সফল।


ওদিন অতি আপন হবো
তোমার বুকের মাঝে,
কাব্যগ্রন্থ বানিয়ো ওদের
সব হারানোর সাঁঝে।