কবিতাঃ- হাসি
✍️ মনোজ ভৌমিক

ওরা যারা আজ হাসছে
ওদের মুখের দিকে তাকিয়ে দেখো,
ওইভাবে যন্ত্রণা লুকিয়ে রেখে
হৃদয় ছোঁয়া হাসতে শেখো।

আজ মনখোলা হাসি
কেউই আর সেইভাবে হাসে না!
কিভাবে হাসবে বলো
সময়ের যে আর সেই গান গায় না!!

ঐশ্বর্যের দেওয়াল ছুঁয়ে আছে যারা,
তারা তো হৃদয় উৎসারিত হাসি কবেই ভুলে গেছে!
আর যারা মাটি কামড়ে আছে
হাসির বিবিধতায়
আসল হাসিটাই হারিয়ে ফেলেছে!

এই তুমি আর আমি
যারা প্রতিদিন খুব হাসতে ভালোবাসি,
যন্ত্রণার আঁচড় খেতে খেতে
আজ হয়ে গেছি কসাইখানার ঝুলন্ত খাসি!

অনুপমা,সময়ের সমস্ত হাসিই বড়ই কৃত্রিম আর উন্নাসিক।