কবিতাঃ- হে কবিতা পথিক
✍️ মনোজ ভৌমিক


হিজল বকুলের পাতা ছুঁয়ে হেঁটে যায় বিষন্ন শীত,
তুমিও তো হেঁটেছিলে বিদর্ভ নগরী ছুঁয়ে
বাংলার মাঠ ঘাট খাল বিল নদী নালা দিয়ে দূর বহুদূর!
হেঁটেছো হাজার বছর....
গাঙুরের জলে মুখ ধুয়ে
রূপসার বুক বেয়ে
জলাঙ্গীর ঢেউ গুনে গুনে
ফেনীল সমুদ্রের ওপারে দারুচিনি দ্বীপের ভিতর
খুঁজেছিলে নাটোরের বনলতা সেন!
হাজার বছর ধরে হেঁটে যাওয়া হে কবিতা পথিক
মহানগরীর অশান্ত কোলাহলে হয়তো বা শোনেনি সেদিন ট্রামের ক্যাচার!
নয়তো বা স্মৃতির পাতায় জেগে ওঠেছিল
শঙ্খচিলের ডানায় লুকোনো রোদ্দুর
কিংবা সান্ধ্য সুদর্শন উড়ে যাওয়ার বেহাগ সুর!
কচুরিপানার বুকে ঘুমিয়ে গেল ডাহুকের স্বর!!
তিলোত্তমা শুঁকেছিল রক্তে ভেজা মাটির সেঁদো গন্ধ!
ফাগুনে আগুন ছুঁয়ে অশথের হলুদ পাতায়
সময়ের ক্যানভাসে লিখে গেলে বিবর্ণ কবিতা....