কবিতাঃ- হে নূতন দেখা দিক আরবার
✍️ মনোজ ভৌমিক


কবিতা এখন জোড়াসাঁকোয় শব্দের জোড় খোঁজে!
অ-পাচ্য অক্ষরগুলো শব্দের আর্তনাদ কি বোঝে!!
এক পায়ে দাঁড়ানো তালগাছটা আজ বিমূর্ত ইতিহাস!
মাথায় জট ধরা প্রাচীন বটটাও আজ সময়ের পরিহাস!!


সরোবরের জল শুকিয়ে কবেই হয়েছে শুকনো কাঠ!
এখন শুধু চারিদিকে মসৃণ, অশ্লীল কত রাস্তাঘাট!!
বে-কায়দায় পড়ে যায় ওখানে সময়ের বসন্ত উৎসব!
নোংরা আবর্জনায় বোতাম টিপছে এখনকার শৈশব!!


বৈশাখ মাসের ছোটো নদী আজ আর এঁকেবেঁকে চলে না!
মতি বিলে কেউ আর বহুদূর জলে হাঁসেদের ভাসতে দেখে না!!
কুমোর পাড়ার গরুর গাড়ি এখন টো টো গাড়ি হয়েছে!
বংশীবদন রবীন্দ্র গানে আজকাল রিমিক্স সুর বেধেছে!!


খাতার পাতায় এখন শুধু দেখি লাল রঙের খেলা!
কবিতা হোকবা না হোক শুধুই শব্দের ছলাকলা!!
শব্দের প্রদূষণে অনেক কষ্টে  কালবৈশাখীর এলো!
"হে নূতন দেখা দিক আরবার" সবার কন্ঠে আহুত হলো!!